Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

(ক)প্রশিক্ষণ (খ)আত্নকর্মসংস্থান (গ)ঋন দান (ঘ) সংগঠন তালিকা ভুক্তি । প্রশিক্ষণঃ- ১) ১৮-৩৫ বছর বয়সী সকল শিক্ষিত বেকার যুব ও যুব মহিলা । ২)প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহনের জন্য জেলা কার্যালয়ের বিজ্ঞvপন মোতাবেক প্রয়োজনীয় কাগজ পএ সহ আবেদন । ৩)অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহনের জন্য যে কোন সময়ে উপজেলা কার্যালয়ে যোগাযোগ । আত্নকর্মসংস্থানঃ- ১)শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে প্রকল্পর মাধ্যমে আত্নকর্মসংস্থান সৃষ্টি হয় । ঋণ দানঃ- ৪)যুব ঋণ পেতে হলে প্রশিক্ষণের সার্টিফিকেট সহ প্রয়োজনীয় কাগজ পএ উপজেলা কার্যালয়ে জমা প্রদান । ৫)অপ্রাতিষ্টানিক ট্রেডে ১০,০০০/-টাকা থেকে শুরু করে ২৪,০০০/-টাকা পর্যন্ত ১ম,২য় ও ৩য় দফায় ঋণ প্রদান করা হয় । ৬)প্রাতিষ্ঠানিক ট্রেডে ২৪,০০০/-টাকা থেকে শুরু করে ৫০,০০০/-টাকা পর্যন্ত ১ম,২য় ও ৩য় দফায় ঋণ প্রদান করা হয় । সংগঠন তালিকা ভুক্তিঃ- ১) তালিকা ভুক্তির জন্য সংগঠনের প্রয়োজনীয় কাগজ পত্র সহ উপজেলা কার্যালয়ে আবেদন করা ।